Logo

ক্যাম্পাস    >>   বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন, দলীয় রাজনীতি নয়: সারজিস আলম

বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন, দলীয় রাজনীতি নয়: সারজিস আলম

বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন, দলীয় রাজনীতি নয়: সারজিস আলম

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম দাবি করেছেন, বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি চর্চার সুযোগ থাকা উচিত নয়। গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিনাজপুর হাজী মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক ছাত্র সমাবেশে তিনি বলেন, ‘‘আমরা ছাত্র সংসদ নির্বাচন চাই, যেখানে ছাত্ররা তাদের প্রতিনিধি নির্বাচিত করবে।’’ তিনি আরও বলেন, ‘‘দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির পরিবর্তে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে, যাতে বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হতে পারে।’’

সারজিস আলম বলেন, ‘‘আমরা আমাদের প্রতিনিধি তৈরি করবো, নেতা তৈরি করবো না।’’ তিনি যুক্ত করেন, ‘‘গত ১৬ বছরে যাদের নেতা বানানো হয়েছে, তারা কখনোই মাটির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেননি। আমরা ওই ধরনের নেতা চাই না, আমাদের প্রয়োজন সবার জন্য কাজ করার মতো প্রকৃত নেতা।’’

তিনি আরো বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ে যদি উত্তরবঙ্গে নেতৃত্ব তৈরি করতে চান, তাহলে প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা উচিত।’’ তার মতে, ছাত্র সংসদ নির্বাচন না হলে আগামীদিনে দেশের প্রকৃত নেতা তৈরি হওয়া সম্ভব নয়।

সারজিস আলম আরও উল্লেখ করেন, ‘‘যদি আমরা এই বিশ্ববিদ্যালয় থেকে আগামীর বাংলাদেশের নেতৃত্ব চায়, তাহলে মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা একে ফজলুল হকদের মতো নেতাদের মতো নেতৃত্ব তৈরি করতে হলে, আবারও ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে।’’

এ সময় অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সমন্বয়ক তারিকুল ইসলাম এবং অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert